ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৪
Banglar Alo

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, আক্রান্ত ১৩১

Publish : 03:01 AM, 11 November 2024.
বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, আক্রান্ত ১৩১

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, আক্রান্ত ১৩১

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার ধারণ করেছে।২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ‌দুই জনের মৃত্যু হয়েছে। এতে করে চলতি বছর বরিশালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩৮২ জনে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যার ফলে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ ক্রমেই বাড়ছে।

বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের পাঁচটি জেলা-বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা এবং পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষত শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে এক হাজার ৯৮৪ জন রোগী ভর্তি আছেন এবং গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ভর্তি হয়েছেন ২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৬ জনে। তবে আশার দিক হলো, এ পর্যন্ত পাঁচ হাজার ৭৭২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন, যা কিছুটা স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত সরানোর পাশাপাশি মশারি ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আবারও গাজীপুরে মহাসড়ক অবরোধ করল শ্রমিকরা শিরোনাম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপককে বেছে নিলেন ট্রাম্প শিরোনাম ইলন মাস্ক ও রামাস্বামীকে হোয়াইট হাউজে পরামর্শক হিসাবে ঘোষণা ট্রাম্পের শিরোনাম আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন লিসান্দ্রো শিরোনাম ওবায়দুল কাদেরের দায়িত্ব নিচ্ছেন না কেউ শিরোনাম কপ২৯ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা