পুলিশকে মারধর করে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে চার পুলিশ সদস্য। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- আবুল কালাম আযাদ, মানিক, আব্দুর রব ও শামিম হায়দার। আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
তবে, জেলা পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম জানিয়েছেন, দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
এসপি রেজাউল করিম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাদা পোশাকের ৮ পুলিশ সদস্যের একটি দল পরোয়ানাভুক্ত আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মিন্টু রহমানকে আটক করতে যায়। এ সময় আসামিকে আটক করে সিএনজিতে তোলার সময় লোকজন তাকে ছিনিয়ে নিতে সিএনজি উল্টে দেয় এবং পুলিশের ওপর হামলা ও মারধর করে। এতে দুই পুলিশ সদস্য সামান্য আহত হন।’
তিনি বলেন, ‘খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে পুলিশ সদস্যরা থানায় ফিরে আসে।’
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইসতিয়াক আহমেদ জানান, ‘পুলিশ সদস্যরা রাত সাড়ে ৭টার দিকে এসে চিকিৎসা নিয়ে চলে গেছেন। এরমধ্যে চারজনের নাম পুলিশ কেইসের খাতায় লেখা রয়েছে। তবে তাদের ইনজুরি তেমন গুরুতর নয়।’
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনার পর পুলিশ কয়েকজনকে ধরে থানায় এনেছে। জিজ্ঞাসাবাদের পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com