২৪-এর গণ–অভ্যুত্থান নিয়ে সিনেমা বানাবেন রাফী
নির্মাতা রায়হান রাফী মানেই একের পর এক সুপার হিট সিনেমা। পরাণ, সুড়ঙ্গ, তুফান এর মত সিনেমা নির্মান করে ইতোমধ্যে তিনি সে প্রমান দিয়েছেন। এবার রাফী ঘোষণা দিলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান নিয়ে সিনেমা বানাবেন তিনি।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতিপ্রকৃতি এবং ভবিষ্যৎ’ নিয়ে এক আলোচনায় এই ঘোষণা দেন রায়হান রাফী।
চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ও সংগঠন ‘ম্যাজিক লণ্ঠন’ এই আলোচনার আয়োজন করে।
শুরুতে রায়হান রাফী সিনেমা জগতে তার আগমন, নির্মাতা হয়ে ওঠা, চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতের চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন। এই আলোচনার পর তিনি উপস্থিত দর্শকের নানা প্রশ্নের উত্তর দেন।
এক শিক্ষার্থী প্রশ্ন করেন, জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র বানাবেন কি না, জবাবে রাফী চলচ্চিত্র বানানোর ঘোষণা দেন।
এসময় রাফী বলেন, ‘এই জুলাই অভ্যুত্থানে এত এত গল্প। এই জুলাই নিয়ে অনেকগুলো সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে খুব চেষ্টা করব। খুব তাড়াতাড়িই হয়তো নির্মাণ করব।
সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক। কিংবা শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প, কেন আমি বানাব না।’
তিনি আরও বলেন, ‘সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।’
রাফীর সর্বশেষ চলচ্চিত্র ‘তুফান’ মেগা হিট। শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশে দর্শকপ্রিয়তা পেয়েছে। সিনেমাটির সিক্যুয়াল নির্মাণ করবেন রাফী। বর্তমানে জিৎ ও শরীফুল রাজকে নিয়ে ‘লায়ন’-এর প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com