কারাগার থেকে হাসপাতালে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টা ১৮ মিনিটের সময় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য তাকে কড়া নিরাপত্তায় হাসপাতালে আনা হয়। সেখানে তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে ভর্তি করা হয়েছে।
সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, শারীরিক অবস্থা খারাপ থাকায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভর্তি করেন। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নং ওয়ার্ডের ১৩ নং কেবিনে ভর্তি রয়েছেন। তার নিরাপত্তায় জেল পুলিশের সাথে সেনাবাহিনীও রয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, এম এ মান্নানের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, বুকে ব্যাথা আর উচ্চ রক্তচাপ রয়েছে। যার কারণে তাকে সকালে মেডিকেলে আনা হয়। পরীক্ষা নিরীক্ষার পর তাকে মেডিসিন বিভাগের কেবিনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের আবেদন করা হয়েছে। বর্তমানে তিনি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ শিশির রঞ্জন চক্রবর্ত্তীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাতে এম এ মান্নানকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর থেকে তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন। সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় শনিবার সকালে তিনি অসুস্থবোধ করলে তাঁকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে সিলেট কারা হাসাপাতালে নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com