তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব গ্রেপ্তার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার রাত দেড়টার দিকে সুনামগঞ্জের রাধানগর থেকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।
সুনামগঞ্জের ডিবি পুলিশের ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সকালে তিনি জানান, ৪ আগস্ট সুনামগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তার সঙ্গে থাকা আরও দু’জনকে আটক করা হয়। তারা ৪ আগস্টের মামলার আসামি নয়। দেখতে হবে তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com