কেন্দ্রীয় ব্যাংকের চেক ক্লিয়ারিং সার্ভার চালু
বাংলাদেশ ব্যাংকের আইটি টিম কাজ শুরু করার ২০ ঘণ্টা পর আন্তঃব্যাংক লেনদেনে ব্যবহৃত সার্ভার চালু হয়েছে। ইতোমধ্যে চেক ক্লিয়ারিংয়ের কাজও শুরু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা।
এর আগে সোমবার রাত ৯টায় সার্ভারের কারিগরি ত্রুটি ধরা পড়ে। রাতেই সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু রাত ২টা পর্যন্ত সমাধান না হওয়ায় সোমবারের নিষ্পত্তি হওয়া সব চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, সোমবার বাংলাদেশ ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ের সমস্যা হয়। তাই গতকাল যে চেকগুলো এসেছে, সেগুলো ক্লিয়ারিং করা সম্ভব হয়নি। সার্ভারের সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের কারিগরি টিম কাজ করছে। আশা করা যাচ্ছে, আজ কর্মদিবসের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।
বিকেল পৌনে ৬টার দিকে মুখপাত্রের দপ্তর জানায়, বিকেলে ৫টার দিকে সার্ভারের ত্রুটি মেরামত করা সম্ভব হয়। ইতোমধ্যে চেক নিষ্পত্তির কাজ শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com