অবশেষে অব্যাহতি পেলেন জ্যোতিকা জ্যোতি
গেল বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কর্মস্থল থেকে অব্যাহতিপত্র পেলেন এই অভিনেত্রী। অন্তর্বর্তী সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি নিশ্চিত করা হয়েছে।
গতকাল সোমবার প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্যোতিকে বিষয়টি অবগত করা হয়েছে। এই প্রজ্ঞাপনে জ্যোতি ছাড়াও চুক্তিভিত্তিক আরও চারজন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে।
জ্যোতিকা জ্যোতি বলেন, ‘প্রজ্ঞাপনের মধ্যদিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। আজ (১ অক্টোবর) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্বে আমি আর নেই।’
এতদিন তার সঙ্গে কাজের সুবাদে যুক্ত থাকা লেখক, গবেষক, প্রকাশকদের অনুরোধ করেছেন, কোনো প্রয়োজনে সরাসরি শিল্পকলার গবেষণা ও প্রকাশনা বিভাগে যোগাযোগ করার জন্য।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ মার্চ থেকে জ্যোতিকা জ্যোতি দুই বছরের চুক্তিতে একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আর কর্মস্থলে ঢোকা হয়নি অভিনেত্রীর। তবে সম্প্রতি শিল্পকলায় নতুন মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমেদের নিয়োগ হওয়ার খবর পেয়ে ১৭ সেপ্টেম্বর দুপুরে নিজ কর্মস্থলে গিয়েছিলেন জ্যোতি। কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারেননি সেখানে। শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে পড়ে দ্রুত সময়ের মধ্যে বেরিয়ে যেতে হয় তাকে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com