ছাত্র আন্দোলনে গুলি : ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ঢাকায় গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণকারী ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব সদরদপ্তর থেকে এক খুদে বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলি ছোড়েন ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও দেখে অনিকে শনাক্ত করা হয়। এর পর রোববার রাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নওশেল আহমেদ অনি ময়মনসিংহ থেকে ঢাকায় এসে আত্মগোপন করেন। সর্বশেষ তিনি মোহাম্মদপুরের একটি বাসায় অবস্থান করছিলেন। অনির বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা রয়েছে।
শাবি ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
শাবি প্রতিনিধি জানান, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে শনিবার মধ্যরাতে ময়মনসিংহের ভালুকা থেকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com