ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

গোপালগঞ্জে হামলা : আজ সারা দেশে বিক্ষোভ স্বেচ্ছাসেবক দলের

Publish : 09:51 PM, 31 December 2024.
গোপালগঞ্জে হামলা  : আজ সারা দেশে বিক্ষোভ স্বেচ্ছাসেবক দলের

গোপালগঞ্জে হামলা : আজ সারা দেশে বিক্ষোভ স্বেচ্ছাসেবক দলের

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবক দল। জেলা ও মহানগরে এই কর্মসূচি পালিত হবে।

গতকাল শুক্রবার রাতে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হন। এ ঘটনায় সাংবাদিকসহ ৩০ জনের বেশি আহত হয়েছেন।

এই হামলার প্রতিবাদে শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা জানানো হয়।

প্রসঙ্গত, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ওপর হামলা হয়। এ সময় বেশ কিছু গাড়ি ও দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষের ৩ ঘণ্টা পর ঘোনাপাড়া থেকে শওকত হোসেন দিদারের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান শওকত হোসেন দিদার নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির কমিটির সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না এবং সময় টিভির ক্যামেরাপারসন এইচ এম মানিকসহ অন্তত ৩০জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ১৬ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৩ জনকে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ও ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাসপাতাল থেকে যাবেন তারেক রহমানের বাসায় : হুইলচেয়ার ছাড়াই হাঁটছেন খালেদা জিয়া শিরোনাম সকালে উচ্ছেদ বিকেলে দখল শিরোনাম বাড়তে পারে মিটারহীন আবাসিক গ্যাসের দাম শিরোনাম যুক্তরাষ্ট্রে দাবানল : লস অ্যাঞ্জেলেস যেন ‘যুদ্ধক্ষেত্র’ শিরোনাম টাকা জমিয়ে মারবেল খেলা শিরোনাম বিএনপি নেতাকর্মীর মিলনমেলা : নির্বাচনে সৈয়দ ফয়সলকে প্রার্থী করার দাবি