ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে এক বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।
বার্তায় জানানো হয়, ৪ আগস্ট ঝিনাইদহ সদর এলাকায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করবে র্যাব।
দ্বাদশ জাতীয় সংসদের ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে গত ১৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নায়েব আলী জোয়াদ্দার।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com