ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

আ.লীগের সমালোচনা, মাদারীপুরে বিএনপি কর্মীদের কুপিয়ে জখম

Publish : 01:59 AM, 05 September 2024.
আ.লীগের সমালোচনা, মাদারীপুরে বিএনপি কর্মীদের কুপিয়ে জখম

আ.লীগের সমালোচনা, মাদারীপুরে বিএনপি কর্মীদের কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক :

মাদারীপুরে বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করায় বিএনপির ১০ নেতা-কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এঘটনায় দোষীদের বিচারের দাবীতে বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর সদর থানায় অভিযোগ দিয়েছে ভূক্তভোগীরা। এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ বাজারে এঘটনা ঘটে।

ভূক্তভোগী পরিবার ও পুলিশ জানান, দুধখালী ইউনিয়নের এওজ বাজারে একটি চায়ের দোকানে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিগত আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা উঠে। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মহসীন আকনের সাথে বিএনপি নেতা শাহীন মুন্সির বাক-বিতাণ্ডা  হয়। এক পর্যায়ে মহসীন আকন ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শাহীন মুন্সি ও তার নেতা-কর্মীদের উপর হামলা করে। এতে শাহীন মুন্সি, কামরুল মুন্সি, সেলিম মুন্সি, আনোয়ার মুন্সি, আলম মুন্সি, ইয়াসিন, পান্নু মুন্সি, মারুফ মুন্সি, সাইফুল মুন্সি, রাফিত মুন্সি, জুবায়ের মুন্সিসহ ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পান্নু মুন্সির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় সদর থানায় দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এব্যাপারে ভূক্তভোগী জুবায়ের মুন্সি বলেন, ‘আমরা কিছু পরিবার বিএনপি করায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কুপিয়ে মারাত্মক জখম করেছে। আমরা এঘটনার বিচার দাবী করি। এরা মাদারীপুরের সাবেক এমপি শাজাহান খানের লোক। এখনো তারা আমাদের ভয়-ভীতি দেখাচ্ছে, যাতে আমরা কোন মামলা না করি।’

তবে ঘটনার পর থেকে দোষীরা এলাকা থেকে কিছুটা গা-ঢাকা দিয়েছে। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ভূক্তভোগীদের লিখিত অভিযোগ পেয়েছি। যারা দোষী তাদের বিষয় ব্যবস্থা নেয়া হবে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার শিরোনাম শ্রীলঙ্কায় রাবেয়াদের জয়ের ধারা অব্যাহত শিরোনাম সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানাজুড়ে টাকা আর টাকা শিরোনাম কোমোরোসের প্রেসিডেন্টকে ছুরিকাঘাত শিরোনাম স্বজনপ্রীতির তিক্ততায় রাকুল শিরোনাম আফগানিস্তানে বন্দুকধারীদের অতর্কিত হামলা, নিহত ১৪