ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

কিশোর হত্যার রহস্য সন্ধানে কারিনা

Publish : 11:20 AM, 04 September 2024.
কিশোর হত্যার রহস্য সন্ধানে কারিনা

কিশোর হত্যার রহস্য সন্ধানে কারিনা

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ক্রাইম থ্রিলার ‘বাকিংহাম মার্ডারস’ মুক্তি পেতে চলেছে খুব শিঘ্রই। সম্প্রতি মুক্তি পেয়েছে হনসল মেহতা পরিচালিত সাসপেন্স এ থ্রিলারটির ট্রেলার। এর আগে টিজার দেখেই সিনেমাটির গল্প সম্পর্কে কিছুটা আভাস মিলেছিল।

হিন্দুস্তান টাইমস অনুযায়ী, ১০ বছরের এক শিখ শিশু হত্যার ঘটনায় গ্রেফতার এক মুসলিম কিশোর! আর তাতেই সাম্প্রদায়িক আগুনে উত্তাল বাকিংহামশায়ার। এদিকে ঘটনার তদন্তভার পান প্রবাসী জসমিত ভামরার ওরফে।

যিনি কিনা একজন গোয়েন্দা, আবার ব্যক্তিগত জীবনে তিনিও একজন মা। এমনই এক গল্প নিয়ে মুক্তি পেয়েছে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’-এর ট্রেলার। এ সিনেমায় জসমিত ভামরার চরিত্রে দেখা যাবে কারিনা।

শোভা কাপুর ও একতা কাপুরের বালাজি টেলিফিল্মস এবং টিবিএম ফিল্মসের পাশাপাশি এই ছবির হাত ধরে প্রযোজক হিসাবে অভিষেক করছেন কারিনা।

এর আগে কারিনা বেশকিছু সাক্ষাৎকারে বলেন, ‘মেরে অফ ইস্টটাউন আমার পছন্দের। আর তাই যখন হনসল আমার কাছে এসেছিলেন, তখন আমি বলেছিলাম, এটাই হয়ত সেই চরিত্র যা আমি সত্যিই করতে চেয়েছি। সুতরাং আমরা চরিত্রটা ওই চরিত্রের ছাঁচে ফেলা হয়েছে খানিকটা।’ ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’।

দ্য বাকিংহাম মার্ডারস ছবিতে কারিনা ছাড়াও অভিনয় করেছেন অ্যাশ ট্যান্ডন, রণবীর ব্রার এবং কিথ অ্যালেন। গল্প লিখেছেন অসীম অরোরা, কাশ্যপ কাপুর এবং রাঘব রাজ কক্কর। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার শিরোনাম শ্রীলঙ্কায় রাবেয়াদের জয়ের ধারা অব্যাহত শিরোনাম সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানাজুড়ে টাকা আর টাকা শিরোনাম কোমোরোসের প্রেসিডেন্টকে ছুরিকাঘাত শিরোনাম স্বজনপ্রীতির তিক্ততায় রাকুল শিরোনাম আফগানিস্তানে বন্দুকধারীদের অতর্কিত হামলা, নিহত ১৪