ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

মিছিল নিয়ে ঢাকার পথে লাখো মানুষ

Publish : 01:44 AM, 07 August 2024.
মিছিল নিয়ে ঢাকার পথে লাখো মানুষ

মিছিল নিয়ে ঢাকার পথে লাখো মানুষ

নিজস্ব প্রতিনিধি :

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে কারফিউ ভেঙে রাজধানী ঢাকার পথে লাখো মানুষ।

সোমবার দুপুর দেড়টার পর থেকে রাজপথে এই জনশ্রুত নামে। এর আগে গতকাল ডাকা বিক্ষোভ কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। 

এদিন সকালে যাত্রাবাড়ী, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা মিরপুরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যায়। পরে বেলা দেড়টার দিক থেকে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করেন। সবাই শাহবাগের দিকে যাচ্ছেন।

এয়ারপোর্ট থানা পুলিশের একজন পরিদর্শক জানান, দুপুর ১টার দিকে লাখ খানেক শিক্ষার্থী শাহবাগের দিকে রওনা হয়। তারা উত্তরার মানারাত ইউনিভার্সিটির, উত্তরা ইউনিভার্সিটির, নর্দান ইউনিভার্সিটি, উত্তরা হাইস্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি টঙ্গীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এদিকে সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়

বেলা ৩টায় জাতির উদ্দেশে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভাষণ দেবেন।  এ পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে। 

অপরদিকে সবাইকে শাহবাগ আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। সোমবার (৫ আগস্ট) দুপুরে ২টার পর তিনি এ ঘোষণা দিয়েছেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নারায়ণগঞ্জে কুন কারখানায় ভয়াবহ আগুন শিরোনাম জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা : তারেক রহমানও খালাস শিরোনাম জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : সাজা থেকে খালাস খালেদা জিয়া শিরোনাম হাসপাতাল থেকে যাবেন তারেক রহমানের বাসায় : হুইলচেয়ার ছাড়াই হাঁটছেন খালেদা জিয়া শিরোনাম সকালে উচ্ছেদ বিকেলে দখল শিরোনাম বাড়তে পারে মিটারহীন আবাসিক গ্যাসের দাম