ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪
Banglar Alo

প্রধানমন্ত্রীকে নিয়ে বিভ্রান্তিকর খবরে ক্ষমা চাইল ইন্ডিয়া টুডে এনই

Publish : 09:14 AM, 26 July 2024.
প্রধানমন্ত্রীকে নিয়ে বিভ্রান্তিকর খবরে ক্ষমা চাইল ইন্ডিয়া টুডে এনই

প্রধানমন্ত্রীকে নিয়ে বিভ্রান্তিকর খবরে ক্ষমা চাইল ইন্ডিয়া টুডে এনই

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ করায় ক্ষমা চেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে এনই’। বাংলাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন চলছিল, তখন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যভিত্তিক গণমাধ্যমটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানে করে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করে।

অসত্য এ খবর প্রকাশ করার পর বাংলাদেশের হাইকমিশন নয়াদিল্লির কাছে প্রতিবাদ জানায়। এরপর সংবাদমাধ্যমটি ক্ষমা চায়।

বিভ্রান্তিকর খবর প্রকাশের ভুল স্বীকার করে সংবাদমাধ্যমটি তাদের ওয়েবসাইটে বলেছে, ‘অনিচ্ছাকৃত ভুলের জন্য প্রতিবেশী দেশে যদি কোনো ধরনের বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়ে থাকে এজন্য আমরা ক্ষমা চাচ্ছি।’

গত ২১ জুলাই ইন্ডিয়া টুডে এনই-তে ‘ঢাকায় সহিংস আন্দোলনের মধ্যে ভারতীয় শিক্ষার্থীরা পালাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে’ এমন শিরোনামে খবর প্রকাশ করে। এরপর এ নিয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে প্রতিবাদ জানানো হয়।

খবরটি ইন্ডিয়া টুডে এনই-এর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয়।

হাইকমিশন বলেছে, যেকোনো দেশের এমন সংকটময় মুহূর্তে গুজবের ওপর ভিত্তি করে এ ধরনের ভুল তথ্য ও প্রতিবেদন জনগণকে বিভ্রান্ত করতে পারে, এমনকি সংকটে ইন্ধন জোগাতে এবং পরিস্থিতিকে আরও বিশৃঙ্খল করে তুলতে পারে।

এছাড়া সংবেদনশীলতা অনুধাবন না করে, এই ধরনের প্রতিবেদন কেবল জনগণ ও সমাজকে ব্যাপক নেতিবাচকভাবে প্রভাবিতই করে না, বরং যেকোনো সংবাদ আউটলেটের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা শিরোনাম দাম নিয়ন্ত্রণে রাখতে সয়াবিন ও পাম তেলে ভ্যাট ছাড় শিরোনাম ঈদ ও পূজার ছুটি বাড়লো শিরোনাম বিড়াল তাড়াতে গিয়ে প্রাণ গেল নারীর শিরোনাম শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান শিরোনাম নতুন দায়িত্ব নিয়ে ঢাকায় পিটার হাস