ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪
Banglar Alo

ভুল বার্তা দিয়ে দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে: সালমান এফ রহমান

Publish : 03:21 AM, 26 July 2024.
ভুল বার্তা দিয়ে দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে: সালমান এফ রহমান

ভুল বার্তা দিয়ে দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক :

বিদেশি বিনিয়োগকারীদের কাছে নাশকতা-সহিংসতা নিয়ে ভুল বার্তা দিয়ে বাংলাদেশের ইমেজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীতে আইএফআইসি ব্যাংকের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘যেহেতু বিনিয়োগকারীরা একতরফা খবর পেয়েছে, সেখান থেকে আমাদের ইমেজের সাংঘাতিক একটা ক্ষতি করা হয়েছে। কিন্তু এখন ইন্টারনেট আমরা অনেকটাই মেরামত করতে পেরেছি। এখন চলে এসেছে। এখন আস্তে আস্তে আপনারা দেখেছেন যে আমাদের সাইট অব দ্য স্টোরিটাও চলে এসেছে।’ 

তিনি আশা প্রকাশ করে বলেন, ‌‘সাময়িক এই ক্ষতি দ্রুত কাটিয়ে উঠবে দেশ। অফিস-ব্যাংক-কারখানায় আবারও কর্মচাঞ্চল্য ফেরায় অর্থনীতির চাকাও পুরোপুরি সচল হচ্ছে।’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমাদের অর্থনীতির ভিত্তিটা খুবই শক্ত আছে। স্বাভাবিকভাবেই তারা একটু বিনিয়োগ নিয়ে, নিশ্চয় তারা দেখতে চাইবে আমরা এটাকে কিভাবে ডিল করছি, কিভাবে আমরা রিকভার করছি। সেগুলো তারা দেখবে। কিন্তু আমি যেটা বললাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আমাদের আসল শক্তিটা বের করতে হবে।’ 

এর আগে রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধন করেন সালমান এফ রহমান। এর মধ্য দিয়ে, দেশের ১ হাজার ৪০০’র বেশি শাখা ও উপ শাখায় চালু হলো এ সেবা।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা শিরোনাম দাম নিয়ন্ত্রণে রাখতে সয়াবিন ও পাম তেলে ভ্যাট ছাড় শিরোনাম ঈদ ও পূজার ছুটি বাড়লো শিরোনাম বিড়াল তাড়াতে গিয়ে প্রাণ গেল নারীর শিরোনাম শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান শিরোনাম নতুন দায়িত্ব নিয়ে ঢাকায় পিটার হাস