ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

১৮ বছর পর দক্ষিণী সিনেমায় শিল্পা

Publish : 01:37 AM, 27 July 2024.
১৮ বছর পর দক্ষিণী সিনেমায় শিল্পা

১৮ বছর পর দক্ষিণী সিনেমায় শিল্পা

বিনোদন ডেস্ক :

ব্যক্তিজীবনের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে আবার অভিনয়ে মনোযোগী হচ্ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। বর্তমানে এই অভিনেত্রী বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতে অভিনয় নিয়ে ভাবতে শুরু করেছেন। এরই মধ্যে ‘কে ডি : দ্য ডেভিল’ নামের একটি দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজ শুরু করেছেন। এতে শিল্পার সহশিল্পী দক্ষিণ ভারতের আলোচিত ধ্রুব সারজা। আরও অভিনয় করবেন সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছরের বিরতি ভাঙতে যাচ্ছেন শিল্পা। 

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘কে ডি : দ্য ডেভিল’ সিনেমাটি শিল্পাকে নতুন রূপে পর্দায় তুলে ধরতে যাচ্ছে। এতে তাঁকে দেখা যাবে ‘সত্যবতী’ নামের একটি চরিত্রে; যার প্রথম লুক এরই মধ্যে প্রকাশিত হয়েছে। সেখানে অভিনেত্রীকে দেখা গেছে, পুরোনো গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে। তাঁর পরনে শাড়ি। কাঁধ থেকে ঝুলছে লম্বা বেণী। চোখে পুরোনো আমলের সানগ্লাস। সত্তরের দশকে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে ধ্রুব সারজা অভিনয় করছেন গ্যাংস্টারের ভূমিকায়। প্রেম পরিচালিত বড় বাজেটের এ সিনেমা আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অভিনয়ে ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কিছু দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন শিল্পা শেঠি। ২০০৫ সালে এ অভিনেত্রীকে দেখা গিয়েছিল ডি রাজেন্দ্র বাবু পরিচালিত কন্নড় ভাষার ‘অটো শঙ্কর’ সিনেমাতে। এতে তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা উপেন্দ্র। সাম্প্রতিক সময়ে বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে যখন দক্ষিণী সিনেমা দর্শক মনোযোগ কেড়ে নেওয়া শুরু করেছে, ঠিক সেই সময়ে শিল্পার এমন সিদ্ধান্ত নেওয়াকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগী অনেকেই প্রশংসার পাশাপাশি সিনেমা দেখার প্রতীক্ষায় আছেন বলেও জানিয়েছেন।   

এদিকে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার নাম জড়িয়েছে বিটকয়েন জালিয়াতি মামলায়। যার জেরে ক’দিন আগে শিল্পার নামে রাজ কুন্দ্রার কেনা জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলো বাড়িটি এখন ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির [এনফোর্সমেন্ট ডিরেক্টরেট] নজরদারিতে রয়েছে। শুধু এই বাড়ি নয়, একই সঙ্গে রাজ-শিল্পার প্রায় ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শিরোনাম ব্যাংক থেকে যত খুশি তোলা যাবে নগদ টাকা শিরোনাম নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক আয়োজনের প্রস্তাব শিরোনাম উপকূলে ঝড়ের শঙ্কায় তিন নম্বর সতর্ক সংকেত শিরোনাম স্টোরিতে কমেন্ট করার সুবিধা চালু করলো ইনস্টাগ্রাম শিরোনাম হাসপাতালে দীপিকা, আজই হতে পারেন সন্তানের মা!