বাষট্টিতে এসে মার্কিন অভিনেত্রীর আত্মহত্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’ ও ‘নাইট রাইডার’খ্যাত তারকা অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড এ খবর প্রকাশ করেছে।
আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে টিএমজেড জানিয়েছে, পামেলার পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ না করতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা পামেলার হলিউড হিলসের বাড়িতে গিয়ে তালাবদ্ধ দেখতে পান এবং বাড়িতে তাকে আবিষ্কার করেন।
গত ৫ মার্চ রাত ১০টার কিছু পর প্যারামেডিকের একটি টিমকে পামেলার বাড়িতে ডাকা হয়। তারা গিয়ে ঘটনাস্থলেই পামেলাকে মৃত ঘোষণা করেন। পামেলার মাথায় গুলি লেগেছিল। তবে তারা সেখানে কোনো নোট পাননি বলেও সংবাদমাধ্যমটি জানিয়েছে।
লস অ্যাঞ্জেলেসের মেডিকেল পরীক্ষক অফিস জানিয়েছে, গত বুধবার মারা গেছেন পামেলা, তিনি আত্মহত্যা করেছেন।
১৯৮৯ সালে অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পামেলা। ২০০৬ সালে ভেঙে যায় এই সংসার। এ দম্পতির দুটো সন্তান রয়েছে। প্রাক্তন স্ত্রীর আত্মহত্যার খবর পেয়েছেন ডেভিড।
টিএমজেড-কে ডেভিড বলেন, ‘পামেলা হ্যাসেলহফের মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ভালোবাসা, সহযোগিতার জন্য কৃতজ্ঞ। তবে এই সময়ে গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করছি।’
১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশুশিল্পী হিসেবে বাখের অভিনয় জীবন শুরু। পামেলা বাখ অভিনীত উল্লেখযোগ্য কাজগুলো হলো— ‘সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’, ‘ভাইপার’।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com