ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪
Banglar Alo

গ্রামীণফোন ওয়াইফাই ব্যবহার করবেন যেভাবে

Publish : 08:02 AM, 18 July 2024.
গ্রামীণফোন ওয়াইফাই ব্যবহার করবেন যেভাবে

গ্রামীণফোন ওয়াইফাই ব্যবহার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

বাংলাদেশে প্রথমবারের মত তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ‌‘জিপিফাই’ চালু করেছে গ্রামীণফোন। এই সেবায় কোন ধরনের ক্যাবল সংযোগ ছাড়াই ব্যবহারকারীরা নির্দিষ্ট রাউটারের মাধ্যমে ঘরে বা অফিসে গ্রামীণফোন ইন্টারনেট ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

জিপিফাই সেবা নিতে গ্রাহককে প্রথমে এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। এরপর গ্রাহকের ঠিকানার নিকটস্থ কাস্টমারকেয়ার সেন্টার থেকে আবেদনকারী গ্রাহকের বাসা দেখে সেখানকার নেটওয়ার্ক পরিস্থিতি বুঝে জিপিফাই সেবা দেওয়া হবে।

সোমবার রাজধানীর একটি হোটেলে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গ্রামীণফোন জানিয়েছে, জিপিফাই প্যাকেজে ন্যূনতম ১০টি ডিভাইস থেকে সর্বোচ্চ ৩২টি ডিভাইসে ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকরা। এছাড়াও বিশেষ প্যারেন্টাল কন্ট্রোলিং থাকবে। দুই ধরনের রাউটারে মিলবে জিপিফাই সেবা। রাইটারের দাম যথাক্রমে ৪ হাজার ও ৭ হাজার টাকা।

তিনটি প্যাকেজে যথাক্রমে প্রতিমাসে হাজার টাকায় ২৫ এমবিপিএস, ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস ও ১৯০০ টাকায় ৪০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। রাউটার কেনায় প্রথম মাসে ফ্রি সাবস্ক্রিপশন সুবিধা পাবেন গ্রাহকরা।       

প্রাথমিক ভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগীয় শহরে এই সেবা পাওয়া যাচ্ছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা শিরোনাম দাম নিয়ন্ত্রণে রাখতে সয়াবিন ও পাম তেলে ভ্যাট ছাড় শিরোনাম ঈদ ও পূজার ছুটি বাড়লো শিরোনাম বিড়াল তাড়াতে গিয়ে প্রাণ গেল নারীর শিরোনাম শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান শিরোনাম নতুন দায়িত্ব নিয়ে ঢাকায় পিটার হাস