বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ফিরোজ খান আর নেই
দেশের বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. ফিরোজ খান মারা গেছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
অধ্যাপক ডা. মো. ফিরোজ খান ঢাকা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগেরও সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। এর আগে গত ২ জুলাই তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ৪ জুলাই চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুলাই) সকাল ৯ টায় বনানী জামে মসজিদে ডা. ফিরোজ খানের জানাযা অনুষ্ঠিত হবে। এরপর মরহুমের গ্রামের বাড়িতে সমস্ত দাফন কার্যক্রম সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com