ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪
Banglar Alo

সেই সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান

Publish : 06:42 AM, 27 June 2024.
সেই সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান

সেই সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি :

ছাগলকাণ্ডের জন্য আলোচিত রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক অ্যাগ্রোর স্থাপনা উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করা হবে।

ডিএনসিসির এ-সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের ভূমিতে সাদিক অ্যাগ্রো লিমিটেড কর্তৃক অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হবে। 

অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মোতাকাব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। 

ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান জানান, অভিযান পরিচালনার জন্য এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

এর আগে এক কোটি টাকা মূল্যের গরু ও ১৫ লাখ টাকায় ছাগল বিক্রি করে সমালোচিত হয় সাদিক এগ্রো। দেশের সবচেয়ে বড় এই এগ্রো ফার্মের মালিক মো. ইমরান হোসেন ব্যক্তি ক্ষমতা বলে সরকারি জায়গা দখলের অভিযোগ রয়েছে। 

তার বিরুদ্ধে অভিযোগ, নগরির মোহাম্মদপুরের সাত সমজিদ হাউজিং ১ নম্বর সড়কে খালের জায়গা, নবীনগর হাউজিং ৭ নম্বর রোডে পানি উন্নয়ন বোর্ডের জায়গা এবং নবীনগর ১৬ নম্বর সড়কে খালের জায়গা দখল করে স্থাপনা গড়েছেন। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাংলাদেশে চরম দারিদ্রসীমায় ৪ কোটি ১৭ লাখ মানুষ: জাতিসংঘ শিরোনাম দেশ-বিদেশে থাকা সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ শিরোনাম ‘যাদের কথায় আন্দোলনে তারাই ভুলে গেছেন’ শিরোনাম বিদেশের লিগে সাকিবের দলে এবার হৃদয়ও শিরোনাম ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে যে তথ্য জানা গেল শিরোনাম সিনওয়ারে মৃত্যু আন্দোলনকে আরও শক্তিশালী করবে: ইরান