ছবিঃ সংগৃহীত
জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় এশীয় দেশ সমূহের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, উত্তম চর্চার অনুশীলন এবং জ্ঞানভিত্তিক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ ও কম্বোডিয়ার শ্রমিক নেতারা।
রাজধানীর একটি হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ওশি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘জলবায়ু ঝুঁকি নিরসনে বাংলাদেশ-কম্বোডিয়া অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন তারা।
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ওসি ইন্টারন্যাশনালের সমন্বয়কারী এ আর চৌধুরী রিপন। বাংলাদেশ ও কম্বোডিয়ার জাতীয় অভিযোজন পরিকল্পনা ও এনডিসিতে জাস্ট ট্রানজিশন, সামাজিক সুরক্ষা এবং অংশীজন পরামর্শ প্রক্রিয়ায় শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও বিপদাপন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয় কর্মশালায়।
সভায় বক্তারা বিশ্ব জলবায়ু সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাস্ট ট্রানজিশন সংক্রান্ত বৈশ্বিক অঙ্গীকারকে স্থানীয় পরিকল্পনায় অন্তর্ভুক্তের দাবি জানান। কর্মশালা সঞ্চালনা করেন ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন ডক্টর এস এম মোরশেদ। কর্মশালায় বাংলাদেশ ও কম্বোডিয়ার ৩০ জন শ্রমিক প্রতিনিধি অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com