কাঁচামরিচ প্রতি কেজি ৪০০ টাকা
রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটে গতকাল শুক্রবার ২৫০ গ্রাম কাঁচামরিচ কিনতে গিয়ে মাথায় হাত বেসরকারি চাকরিজীবী মো. কৌশিক আহমেদের। মরিচের কেজি ৩৫০ টাকা শুনে কিছুক্ষণ চুপ থাকেন তিনি। এরপর ২৫০ গ্রামের বদলে দোকানদারকে ১০০ গ্রাম মরিচ দিতে বললেন তিনি। আর দেশি মরিচ ৪০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়।
পরে আক্ষেপ করে প্রতিবেদককে কৌশিক বলেন, ‘এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচামরিচের দাম ৮৮ টাকা চাইছে। কেজি ৩৫০ টাকা। এ তো রীতিমতো ডাকাতি। তাই কম করে নিলাম।’ দোকানি কিরন হোসেন বলেন, ‘যেভাবে দাম বাড়তাছে তাতে যে কাঁচামরিচ কিনা খাইতাছে, সেই কেবল বুঝতাছে এর ঝাল কত।’
শুধু কদমতলী নয় রাজধানীর অন্যান্য বাজারের অবস্থাও একই। খুচরা বিক্রেতারা জানান, হাইব্রিড মরিচের কেজি ৩২০ থেকে শুরু করে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর ছোট দেশি জাতের মরিচের কেজি ৪০০ টাকা।
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা মো. মোকাদ্দেস বলেন, ঈদের বাজার থেকেই দাম বাড়ছে। বর্তমানে কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। তাই পাইকারিতেই দাম অনেক বেড়েছে। কদমতলীর ব্যবসায়ী কিরন বলেন, কিছুদিন আগে প্রতিপাল্লা (৫ কেজি) কাঁচামরিচের পাইকারি দাম পড়েছে ৮০০ টাকা। এখন সেই মরিচের দাম ১ হাজার ৪০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। দেশি মরিচ পাল্লার ১ হাজার ৫০০ টাকা ছাড়িয়েছে।
কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, কাঁচামরিচের মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমছে, ফলে দামও বেড়েছে। নতুন মরিচ ওঠার আগ পর্যন্ত দাম এমন বাড়তি থাকবে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com