নিয়োগ দিচ্ছে বিআরটিসি, নেবে ৩৪ জনকে
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতভুক্ত চার ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডে ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
পদসংখ্যা: ৪টি।
জনবল নিয়োগ: ৩৪ জন।
১. পদের নাম: হিসাব সহকারী (গ্রেড-১)
পদসংখ্যা: ১৩
শিক্ষাগত যোগ্যতা: দুই বছরের অভিজ্ঞতাসহ বিকম ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
২. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি, নথিপ্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৩. পদের নাম: জব সহকারী
পদসংখ্যা: ৭
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: মোটরযান ও তার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: পিওএল অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
প্রার্থীর বয়স: ১১ জুন ২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আবেদনের নিয়ম: আবেদনপত্রে প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com