ঢাকা, ২৭ জুলাই, ২০২৪
Banglar Alo

এবার বলিউডে মধুমিতা

Publish : 12:26 AM, 18 May 2024.
এবার বলিউডে মধুমিতা

এবার বলিউডে মধুমিতা

বিনোদন ডেস্ক :

এবার বলিউডে পা রাখছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শুধু তাই নয় মুম্বাইয়ের পাশাপাশি বাংলার পাখির উড়ার ইচ্ছা দক্ষিণী ইন্ডাস্ট্রির আকাশেও। ফলে তিনি যে আর কেবল টালিউডে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইছেন না সেটা বলাই বাহুল্য।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, বলিউডের একটি সিনেমার জন্য মনোনীত হয়েছেন মধুমিতা। ইতোমধ্যে সিনেমাটির জন্য অডিশন পর্ব শেষ। এবার প্রস্তুতির পালা শুরু। মুম্বাইতে গিয়ে সিনেমাটির জন্য ওয়ার্কশপ করার পাশাপাশি ভাষার প্রশিক্ষণও নেবেন তিনি।

জানা গেছে, সিনেমার ছাড়াও একটি হিন্দি ওয়েব সিরিজের জন্যও প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন মধুমিতা। তবে সেই কাজ অভিনেত্রী পাচ্ছেন কিনা সেটা নির্ভর করবে অডিশনের ওপর। ফলে বোঝাই যাচ্ছে মুম্বাইতে পুরোদমে কাজ নিয়েই যাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে মধুমিতা বলেন, আগে থেকেই বলিউডে কাজ করার ইচ্ছে ছিল আমার। কিন্তু কখনও নিজে থেকে মুম্বাইতে গিয়ে কাজের চেষ্টা করিনি। আমার সিনেমা 'চিনি'-এর একটি রিল ভাইরাল হয়েছিল। মূলত সেটাই পরিচালক দেখে আমার সঙ্গে যোগাযোগ করেন।

অভিনেত্রী আরও বলেন, আমি যে ভাষার কাজ দেখি সেখানে কাজ করার ইচ্ছে আমার আছে। অন্য ভাষায় কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর বর্তমানে ক্যারিয়ারে যে পর্যায় দাঁড়িয়ে আছি তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লেগেছে।

মধুমিতার ভাষ্য, বলিউডে কাজ করলেও বাংলা সিনেমা ছেড়ে দিচ্ছেন বিষয়টা এমন নয়। এই কথাটা বললে তাতে অনেকটা দায়িত্ব ঔদ্ধত্য থাকে। আর অভিনেত্রী কখনই সেরকম কিছু বলবেন না।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাশকতার মামলা : সারাদেশে র‍্যাবের অভিযানে আরও ২৯০ জন গ্রেপ্তার শিরোনাম জয়ের জন্মদিনে ওবায়দুল কাদেরের শুভেচ্ছা বার্তা শিরোনাম ইসরায়েলি হামলা থেকে বাঁচতে কারাগারে আশ্রয় শিরোনাম ইসরায়েলি হামলা থেকে বাঁচতে কারাগারে আশ্রয় শিরোনাম মা হারিয়েছেন ফারাহ খান শিরোনাম ‘নচিকেতা মহানায়ক পুরস্কার কেন পেল, ও তো অভিনয়ই করে না’