ঢাকা, ১২ মার্চ, ২০২৫
Banglar Alo

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক অটল আর নেই

Publish : 11:45 PM, 02 March 2025.
বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক অটল আর নেই

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক অটল আর নেই

নিজস্ব প্রতিবেদক :

দৈনিক করতোয়ার প্রধান প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর গেন্ডারিয়ায় আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।

গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন সৈয়দ আহমেদ অটল।

সাংবাদিক অটল জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। দৈনিক করতোয়ার প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত পত্রিকাটির প্রধান প্রতিবেদক ছিলেন।

তার মৃত্যুতে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সৈয়দ আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

সৈয়দ আহমেদ অটলের পৈত্রিক ভিটা মুন্সীগঞ্জে। তবে বাবার ব্যবসা সূত্রে তার জন্ম ও বেড়ে ওঠা বগুড়ায়। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে বগুড়ায় তার মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।

 
Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কর দিয়ে কেউ দেউলিয়া হয় না শিরোনাম রাজনৈতিক মতে ভিন্নতা থাকলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে আমরা ঐকমত্য শিরোনাম নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন, ১৬ ঘণ্টায় ১০৩ অভিযোগ শিরোনাম আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না শিরোনাম আগস্ট বিপ্লবের চেতনায় নতুন দেশ গড়তে হবে শিরোনাম বাংলাদেশে গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখতে সহায়তা চেয়েছে রাশিয়া