তরুণ ভোটার নেই, নারী বেশি
পুরুষদের লাইন ছোট, তরুণ ভোটার নেই বললেই চলে। তবে নারী ভোটারদের উপস্থিত চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে অপেক্ষা করছে তারা। একে একে ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন তারা। এমন চিত্র গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের।
রোববার (৭ জানুয়ারি) সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এমন পরিস্থিতি দেখা গেছে। সাড়ে নয়টা পর্যন্ত প্রায় ৭০০ ভোটার ভোট দিয়েছেন যাদের অধিকাংশই নারী বলে জানাচ্ছেন প্রিসাইডিং অফিসার জাহিদুর রহমান।
তিনি বলেন, এই কেন্দ্র ৩ হাজার ১৮৩ জন ভোটার রয়েছেন। ৮টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত প্রায় ৭০০ জন ভোট দিয়েছেন যাদের মধ্যে তরুণ ভোটারের উপস্থিতি কম দেখা গেছে।
তবে স্থানীয়রা বলছেন অধিকাংশ তরুণ ভোটাররা পরে ভোট দিতে আসবেন। ইসাপুরা গ্রামের কৃষক ইমান আলী বলেন, আমি সকাল সকাল এসে ভোট দিয়েছি। আমাদের পরিবারের তরুণ ভোটাররা দেরিতে ঘুম থেকপ উঠে এজন্য পরে ভোট দিতে আসেন। এজন্য ভোটের লাইনে তাদের কম দেখা যাচ্ছে।
ইসাপুরা গ্রামের তরুণ ব্যাবসায়ী পিয়াস মিয়া জাফর বলেন, আমি নিজেও পরে আসতাম ভোট দিতে। পরিবারের সবাই সকালে এসেছে তাই আগেই দিয়েছি। তরুণ ভোটারদের চাপ দুপুর থেকে বাড়বে হয়তো।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com