রুমানা আহমেদ
নারী বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন না, রুমানা আহমেদকে রাখা হয়নি শেষ কয়েকটি সিরিজেও। ২০২৩ সালে ফিটনেস ইস্যুতে বাদ পড়েছিলেন।
এরপর থেকে জাতীয় দলে আসা-যাওয়ার মাঝে টাইগ্রেস অলরাউন্ডার। রুমানার দাবি, তাকে নির্দিষ্ট বার্তা দেওয়া হচ্ছে না। তার ক্যারিয়ার ধংস করা হচ্ছে শুধুই সিনিয়র বলে।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নো মোর ক্রিকেট’ পোস্ট করে আলোচনার জন্ম দেন নারী দলের এই ক্রিকেটার।
গত তিন বছর ধরে কোনো দলেই সুযোগ পাননি এই ক্রিকেটার। এবার এক পোস্টে বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন নারী ক্রিকেট দলের এই অলরাউন্ডার।
নিজের ফেসবুক পেজে এক পোস্টে খোলা চিঠির মতো করে বিসিবির কাছে তিনি লিখেছেন, 'বিসিবির সম্মানিত অভিভাবকদের বলছি। আমি খেলি কিংবা না খেলি, এমন অনৈতিকতা ও বিশৃঙ্খলা আর চলতে পারে না। দয়া করে আমাকে চূড়ান্ত সমাধান দিন। কোনো কারণ ছাড়া দীর্ঘ তিন বছর বাইরে থাকা কোনো রকমের হাস্যকর বিষয় নয়।'
আরও যোগ করেন, 'আমার রেকর্ডই প্রমাণ করে যে আমি কখনোই অবহেলা করে কিংবা নোংরা ক্রিকেট খেলিনি এবং কখনোই কোনো অনৈতিক কাজে জড়াইনি। সিনিয়রিটি কখনোই অভিশাপ হতে পারে না। আমি স্পষ্টভাবে ন্যায়বিচার চাই, তাদের বিরুদ্ধে যারা আমার উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।’
২০১১ সাল থেকেই জাতীয় দলে নিয়মিত মুখ ছিলেন রুমানা আহমেদ। বাংলাদেশের হয়ে সবমিলিয়ে ৫০ ওয়ানডে খেলেছেন রুমানা। যেখানে ৫ হাফ সেঞ্চুরিতে ৯৬৩ রান করেছেন তিনি। বল হাতে তার শিকার ৫০ উইকেট। বাংলাদেশকে ১৮ ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৮৪টি ম্যাচ খেলেছেন রুমানা।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com