ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫
Banglar Alo

প্রথম আলোর নামে মামলার আবেদন

Publish : 07:58 AM, 28 April 2025.
প্রথম আলোর নামে মামলার আবেদন

প্রথম আলোর নামে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক :

কুকুরের ছবি দিয়ে ঈদ শুভেচ্ছা জানানো কার্টুন প্রকাশের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার (৪ মে) দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী নাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। যা কুকুরের ছবি সম্বলিত। ওই ব্যাঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করে নাই। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সাথে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। এই কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

আবেদনে আরও বলা হয়, আসামিরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে তাদের দৈনিক প্রথম আলো পত্রিকায় চিত্রায়িত ব্যাঙ্গাত্মক কার্টুন চিত্রের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছেন। যার মাধ্যমে তারা ২৯৫/২৯৫(এ) ধারায় অপরাধ করেছেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন শিরোনাম কিশোরগঞ্জ ও কুমিল্লায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু শিরোনাম এবার টিকটক শপ চালু হচ্ছে জাপানে শিরোনাম প্রথম আলোর নামে মামলার আবেদন শিরোনাম ইরেশ যাকেরের নামে জুলাই হত্যা মামলা, ক্ষোভে ফুঁসছে শোবিজ অঙ্গন শিরোনাম স্টারলিংককে লাইসেন্স দিতে সুপারিশ, মন্ত্রণালয়ে বিটিআরসির চিঠি