রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ালো ইসি
রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক ব্রিফিং এ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছি। কমপক্ষে ৪৬টি রাজনৈতিক দল সময় বাড়ানোর জন্য আবেদন করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই সময় বাড়িয়েছি।
এদিকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায় এখন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নতুন আবেদন পড়েছে ৬৫টি। এছাড়া ৪৬টি দল সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও তালিকা তৈরি হচ্ছে।
এর আগে নির্বাচন কমিশন মার্চে নিবন্ধনের আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছিল। তার সর্বশেষ মেয়াদ ছিল আজ পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com