ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫
Banglar Alo

ড. ইউনূসকে নিয়ে সারজিসের স্ট্যাটাসে আলোচনা-সমালোচনা

Publish : 07:30 AM, 10 April 2025.
ড. ইউনূসকে নিয়ে সারজিসের স্ট্যাটাসে আলোচনা-সমালোচনা

ড. ইউনূসকে নিয়ে সারজিসের স্ট্যাটাসে আলোচনা-সমালোচনা

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি ড. মোহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। কিন্তু তার এই ইচ্ছা নিয়ে রাজনৈতিক মহল চলছে নানা আলোচনা ও সমালোচনা।

রাজনৈতিক বিশ্লেষকরা সারজিসের বক্তব্যকে বিভ্রান্তিকর ও প্রোপাগান্ডা হিসেবে দেখছেন। তাদের মতে, প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসকে পদত্যাগ করে রাজনীতিতে যোগদান করতে হবে। তাদের মতে, সারজিসের এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসকে আরও বিতর্কিত করবে।

সারজিস তার স্ট্যাটাসে বলেছেন, ‌‘প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নির্বাচিত সরকারের পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা আমার সারাজীবন থাকবে।’ 

তবে, রাজনৈতিক দলগুলোর মতে, ড. ইউনূসের সম্পর্কে এরকম কোনো ইচ্ছার প্রকাশ তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। একাধিক রাজনৈতিক বিশ্লেষক এ ব্যাপারে মন্তব্য করে জানিয়েছেন যে, এমন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে, কারণ তারা ড. ইউনূসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মতামত এখন পর্যন্ত শোনেনি।

রাজনৈতিক নেতারা জানান, যদি ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হতে হয়, তাহলে তাকে অবশ্যই একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। 

তারা বলেন, ‘অতএব, কোনো অনির্বাচিত সরকারে পাঁচ বছর থাকতে পারবেন না।’

এছাড়া, এনসিপি এই বিষয় নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। রাজনৈতিক দলগুলোর মতে, এ ধরনের বক্তব্য জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য তৈরি করা নতুন ইস্যু হতে পারে, যা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সাহায্য করে।

এনসিপি নেতার এই বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক এবং মনে করেন যে, এই ধরনের মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অশান্তি সৃষ্টি করতে পারে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাংলাদেশ-ভারতে একই সময়ে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, খুশি জেলেরা শিরোনাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে যা বললেন জামায়াত আমির শিরোনাম রাতের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস শিরোনাম এবারের শোভাযাত্রা বাংলাদেশের প্রাণের উৎসব : সংস্কৃতি উপদেষ্টা শিরোনাম নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্টরা : নাহিদ ইসলাম শিরোনাম ‘বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাকে বিগত সময়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে’