ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫
Banglar Alo

ঝড়ো হাওয়ার পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Publish : 07:30 AM, 10 April 2025.
ঝড়ো হাওয়ার পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ঝড়ো হাওয়ার পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক :

গত কয়েকদিনের তীব্র গরম ও অস্বস্তির পর স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। 

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যার পর আজিমপুর, নিউমার্কেট, কলাবাগান, বাংলামোটর, টিকাটুলি, শাহবাগ, আসাদগেট, বসুন্ধরাসহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে কিছুটা হলেও গরমের আধিক্য কমেছে।

শনিবার সন্ধ্যার পরই এসব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই আকাশে গুমোট পরিবেশ এবং ঝড় শুরু হয়। এরপর রাত ৭টার পর আশীর্বাদ হয়ে বৃষ্টি নামে। হালকা বৃষ্টি হলেও কিছু সময়ের মধ্যে এসব এলাকার বিভিন্ন সড়ক ভেজা দেখা গেছে। আবার অনেক এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া রবিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ ছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটি জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ শিরোনাম বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার শিরোনাম ঢাকায় এসে আমি খুশি, খাবার-শপিং ভালো হয়েছে শিরোনাম ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শিরোনাম চবির অপহৃত ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত, উদ্ধার অভিযানে সেনাবাহিনী শিরোনাম সংস্কার নিয়ে আমাদের মিসলিড করা হয়েছে, এটা উচিত হয়নি