ঈদযাত্রায় বাড়তি চাপ সামলাতে কাল থেকে বিশেষ ট্রেন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হওয়া ঈদযাত্রার তৃতীয় দিন আজ বুধবার (২৬ মার্চ) সরকারি ছুটি থাকায় যাত্রীদের চাপ বেড়েছে। আজ ঢাকা থেকে ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর মধ্যে ৪৩টি আন্তনগর এবং ২৬টি মেইল ও কমিউটার ট্রেন রয়েছে। যাত্রীদের বাড়তি চাপ সামলাতে আগামীকাল থেকে চলবে বিশেষ ট্রেন।
আজ বুধবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
শাহাদাত হোসেন বলেন, আজ শুধু তিতাস কমিউটার ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। ট্রেনটি স্টেশনে আসতে দেরি হওয়ায় এমনটা হয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আরও জানান, ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে বিশেষ ট্রেন চলাচল করবে। যাত্রীদের সেবা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্টেশনের শুরু থেকে ট্রেনের গন্তব্য পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টিকিটের সঠিকতা যাচাইয়ের জন্য ভেরিফিকেশন করা হচ্ছে।
আজ ঘরমুখো মানুষের চাপ থাকলেও রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান শাহাদাত হোসেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com