ডিজিএফআইর সাবেক প্রধানের বাসা থেকে ২ কোটি ৪২ লাখ টাকা জব্দ
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪২ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক, পুলিশ, সেনাবাহিনীর যৌথ টিম গত শুক্রবার তাঁর ক্যান্টনমেন্টের বাসায় অভিযান চালিয়ে এই টাকা জব্দ করে।
গতকাল রোববার দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক তাহাসীন মুনাবীল হক দুটি চালানের মাধ্যমে জব্দ করা ২ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা সরকারি ট্রেজারিতে জমা দেন। দুদক মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, সাইফুল আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর ক্যান্টনমেন্টের বাসায় যৌথ অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর সবার উপস্থিতিতে দুদক উপপরিচালক তাহাসীন মুনাবীল হক টাকা জব্দ করেন। আইন অনুযায়ী এই টাকা দুটি ট্রাঙ্কে ঢুকিয়ে সিলগালা করে সরকারি ট্রেজারিতে জমা দিয়েছেন।
সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ আসে দুদকে। পরে দুদকের গোয়েন্দা ইউনিট গোপন অনুসন্ধান চালিয়ে তাঁর অবৈধ সম্পদের আমলযোগ্য তথ্য-প্রমাণ পায়। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উপপরিচালক তাহাসিন মুনাবীলকে অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। তাঁর জমা দেওয়া টাকার চালান দুটি গ্রহণ করেন ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ট্রেজারি কর্মকর্তা মুহাম্মদ মারজানুর রহমান।
গত শুক্রবার অভিযানের সময় উপস্থিত ছিলেন অনুসন্ধান কর্মকর্তা তাহাসিন মুনাবীল, সহকারী পরিচালক মো. আলামীন, খোরশেদ আলম। দুদকের পক্ষে অভিযানের সার্বিক কাযর্ক্রম সমন্বয় করেন উপপরিচালক তানজির হাসিব সরকার।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com