ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
Banglar Alo

কুমিল্লায় অটোরিকশার চালককে পিটিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

Publish : 11:44 PM, 02 March 2025.
কুমিল্লায় অটোরিকশার চালককে পিটিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

কুমিল্লায় অটোরিকশার চালককে পিটিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় সিএনজি গ্যাস নেওয়ার সময় কথা কাটাকাটির জেরে ওমর ফারুক মজুমদার (৪৫) নামে সিএনজি চালিত অটোরিকশার এক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে লালমাই উপজেলার পেরুল এলাকার এমআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের লুধুয়া এলাকার আবদুল বারেক মজুমদারের ছেলে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাঙ্গলকোটের লুধুয়া এলাকায় সড়ক অবরোধ করেন নিহত ওমর ফারুকের স্বজন ও স্থানীয় সিএনজি চালকরা।

নিহত ওমরের খালাতো ভাই বাকের মজুমদার বলেন, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে লাকসাম বাইপাস এলাকা থেকে সিএনজি গ্যাস নেওয়ার জন্য ওমর ফারুক ভাই রওনা দেয়। এসময় মুদাফফরগঞ্জ সড়কের মাথায় এক অটোরিকশার সঙ্গে সামান্য ধাক্কা লাগে। এতে ওই অটোরিকশা চালক ক্ষিপ্ত হয়ে তাকে আটকে রাখে। পরে আমি দেখে ঝগড়া মেটানোর চেষ্টা করি এবং তাকে স্ট্যান্ডে গিয়ে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে বলি। কিন্তু ওই অটোচালক তা না শুনে মোবাইল ফোনে লোকজন ডেকে এনে ওমর ফারুককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে ওমর ফারুকের মরদেহ নিয়ে আসার পর কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লুধুয়া এলাকায় সড়ক অবরোধ করেন ফারুকের স্বজন, এলাকাবাসী ও অন্যান্য সিএনজি চালকরা। এ সময় তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে দুই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুনরায় সড়কে যান চলাচল শুরু হয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম রাতে সমকালকে জানান, তুচ্ছ বিষয় নিয়ে জহির নামে একজনের সঙ্গে কথা কাটাকাটির জেরে ওমর ফারুককে পিটিয়ে আহত করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে তিনি জানান।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, ১০ এপ্রিল থেকেই এসএসসি পরীক্ষা শিরোনাম ইচ্ছে পূরণে ট্রাম্পের সবচেয়ে বড় জুয়া শিরোনাম আইপিএলে নতুন উচ্চতায় ভুবনেশ্বর, ছুঁয়ে ফেললেন রেকর্ড শিরোনাম ট্রাম্পের শুল্কারোপ ১০০ বছরে বিশ্ববাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন শিরোনাম কতটা ‘বরবাদ’ করতে পারলেন শাকিব খান? শিরোনাম বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূলরেখা ভারতের, দাবি এস জয়শঙ্করের