প্রতারণার মামলায় জেমস গ্রুপের এমডি শাহাদত কারাগারে
কোটি টাকার প্রতারণার মামলায় জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহাদত হোসেনকে (৪৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চিফ মেট্রোপলিচন ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ভাটারা আমলি আদালত এই আদেশ দেন। আদালতের আদেশের পর শাহাদতকে কারাগারে নেওয়া হয়েছে। তিনি লক্ষীপুর জেলা সদরের ফতেধর্মপুর গ্রামের মো. সামছুল ইসলামের ছেলে।
বাদীর আইনজীবী তামান্না পারভীন জানান, আসামি শাহাদত হোসেন বাদীর সঙ্গে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জামিনের শর্ত লঙ্ঘন করায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহাদত হোসেন বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরীর কাছ থেকে ছয় বছর আগে ভবন নিলেও ভাড়া বাবদ ১ টাকাও পরিশোধ করেনি। ভাড়ার টাকা চাওয়ায় বাদীকে হত্যার হুমকী দেয় আসামি। বাদীর ভবন জোর পুর্বক দখল করে রেখেছেন। এবিষয়ে জানমালের নিরাপত্তার পাশাপাশি ন্যায়বিচার পেতে মাসুদ চৌধুরী গত বছরের ২২ ডিসেম্বর আদালতে প্রতারণার মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com