ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
Banglar Alo

দক্ষ জনশক্তি তৈরিতে বাস্তবমুখী শিক্ষার প্রয়োজন: সচিব সফিকুজ্জামান

Publish : 02:24 AM, 01 March 2025.
দক্ষ জনশক্তি তৈরিতে বাস্তবমুখী শিক্ষার প্রয়োজন: সচিব সফিকুজ্জামান

দক্ষ জনশক্তি তৈরিতে বাস্তবমুখী শিক্ষার প্রয়োজন: সচিব সফিকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক :

দেশের উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। 

তিনি বলেন, বিশ্বের অনেক দেশ দক্ষ জনশক্তি চায়, কিন্তু আমরা তা দিতে পারছি না। আমাদের অসংখ্য জনশক্তি থাকলেও দক্ষতার অভাব রয়েছে। তাই আমাদের বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ‘তারুণ্যের ভাবনায় কর্মসংস্থান’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সচিব সফিকুজ্জামান বলেন, দেশে অনেক শিক্ষার্থী শুধুমাত্র ভালো পাত্রী বা পাত্র হওয়ার মানসিকতা নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে। এটা পরিবর্তন করতে হবে। আমাদের বড় স্বপ্ন দেখতে হবে এবং দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বরিশালে অনেক সম্ভাবনাময় পর্যটন এলাকা রয়েছে। এসব স্থান অর্থনৈতিক সমৃদ্ধির বড় উৎস হতে পারে। পাশাপাশি কৃষকদের কাছ থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, যাতে বাজারের অস্থিরতা কমে।

সচিব তরুণদের উদ্দেশে বলেন, টিকটক, ফেসবুকে সময় নষ্ট না করে নিজেদের দক্ষ করে গড়ে তোলো। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণদের উদ্যোক্তা বানাতে আমরা কাজ করছি।

বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় গেস্ট অব অনার ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম,বরিশাল সরকারি কলেজের উপাধ্যক্ষ লতিফা আক্তার,বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গোলাম কবির, বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ আল ইমরান সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ আখতারুজ্জামান খান। তরুণদের নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির পরিকল্পনা

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বলতে কিছু নেই। এখন সবাই গ্লোবালি কানেক্টেড। তরুণদের উদ্বুদ্ধ করতে পারলে দেশ এগিয়ে যাবে। বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, সরকারি কলেজ, মহিলা কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মতবিনিময় সভায় অংশ নেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, ১০ এপ্রিল থেকেই এসএসসি পরীক্ষা শিরোনাম ইচ্ছে পূরণে ট্রাম্পের সবচেয়ে বড় জুয়া শিরোনাম আইপিএলে নতুন উচ্চতায় ভুবনেশ্বর, ছুঁয়ে ফেললেন রেকর্ড শিরোনাম ট্রাম্পের শুল্কারোপ ১০০ বছরে বিশ্ববাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন শিরোনাম কতটা ‘বরবাদ’ করতে পারলেন শাকিব খান? শিরোনাম বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূলরেখা ভারতের, দাবি এস জয়শঙ্করের