ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
Banglar Alo

বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আহত ২

Publish : 02:24 AM, 01 March 2025.
বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আহত ২

বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আহত ২

নিজস্ব প্রতিবেদক :

আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে শেরপুরে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাত ১২টার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

নিহত জাকারিয়া বাদল (৪৭) সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা সোহাগ আলম ও রুহুল নামে আরও দুই নেতাকে কুপিয়ে আহত করা হয়। তাদের মধ্যে সোহাগের অবস্থা সংকটাপন্ন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কামারিয়া ইউনিয়নে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সঙ্গে জাকারিয়া বাদলের দ্বন্দ্ব ছিল। কিছুদিন আগে বিএনপির এক সভায় এ বিরোধ প্রকাশ্যে আসে। এরপর দ্বন্দ্ব আরও বাড়ে।

তারা আরও জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ভীমগঞ্জ বাজারে সংগঠনের নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় শেষে জাকারিয়াসহ তিনজন একটি মোটরসাইকেলে শেরপুরের বাড়িতে ফিরছিলেন। পথে স্থানীয় একটি মাদ্রাসার কাছে তাদের ওপর হামলা চালায় লুৎফর রহমানের লোকজন। তারা জাকারিয়ার পাশাপাশি সোহাগ ও রুহুলকেও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ওই সময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা সটকে পড়ে। পরে আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রাতে জাকারিয়া ও সোহাগের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকারিয়া বাদল।

বাদলের আত্মীয় ছাত্রদল কর্মী রমজান আলী বলেন, পূর্বপরিকল্পিতভাবে ভীমগঞ্জ মাদ্রাসার কাছে অস্ত্রধারীরা অবস্থান নিয়েছিল। সেখানে আসার পর তারা মোটরসাইকেলের গতিরোধ করে জাকারিয়া বাদলসহ তিনজনকে কোপাতে থাকে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সঙ্গে দ্বন্দ্বের জেরে এ হত্যা হয়েছে। 

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভীমগঞ্জ এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ হত্যায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, ১০ এপ্রিল থেকেই এসএসসি পরীক্ষা শিরোনাম ইচ্ছে পূরণে ট্রাম্পের সবচেয়ে বড় জুয়া শিরোনাম আইপিএলে নতুন উচ্চতায় ভুবনেশ্বর, ছুঁয়ে ফেললেন রেকর্ড শিরোনাম ট্রাম্পের শুল্কারোপ ১০০ বছরে বিশ্ববাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন শিরোনাম কতটা ‘বরবাদ’ করতে পারলেন শাকিব খান? শিরোনাম বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূলরেখা ভারতের, দাবি এস জয়শঙ্করের