বদলে গেল নায়িকা
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরী ‘টগর’ সিনেমায় যুক্ত হলেন। বছরের শুরুতে আদর আজাদ ও দীঘিকে রেখে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট করেছিলেন নির্মাতা। কিন্তু দেড় মাস পরে এসে নায়িকা দীঘির বদলে পূজা চেরীকে নিয়ে কাজ শুরু হচ্ছে সিনেমাটির।
নায়িকা পরিবর্তন প্রসঙ্গে নির্মাতা আলোক হাসান বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। পূজা চেরীকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই। আগামীকাল থেকে ক্যামেরা ওপেন হবে।’
সিনেমাটিতে আদর ও পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।
সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং-এর কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি। তবে পরবর্তী সময়ে টিম আমাকে বোঝাতে সমর্থ হয় আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।’
সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতা এবং প্রযোজকের।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com