গাজায় যুদ্ধবিরতি : ফিলিস্তিনি বন্দিমুক্তি স্থগিত, শান্তি প্রক্রিয়ায় বড় ধাক্কা
ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া অনির্দিষ্টকাল স্থগিত করেছে ইসরায়েল। এই ঘটনাকে যুদ্ধবিরতি প্রক্রিয়া বাস্তবায়নে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর ৬২০ ফিলিস্তিনির মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি।
ইসরায়েলের এই সিদ্ধান্তকে নেতানিয়াহুর নোংরা খেলা হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাসের হাতে থাকা সব জিম্মি হস্তান্তরের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি বিলম্বিত হবে। একই সঙ্গে হামাসের জিম্মি হস্তান্তর অনুষ্ঠানকে তিনি ‘অবমাননাকর’ অভিহিত করেছেন। সামরিক কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি বলেন, গাজায় যুদ্ধ পুনরায় শুরু করতে আমরা যে কোনো মুহূর্তে প্রস্তুত। আলোচনার মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে যুদ্ধের লক্ষ্য আমরা পূরণ করবই।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটির মিডল ইস্টার্ন স্টাডিজের পরিচালক স্টিফেন জুনেস আলজাজিরাকে বলেন, বন্দি মুক্তি নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্ত খুবই বিরক্তিকর। এটা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্টত লঙ্ঘন। হামাসের হাতে থাকা এক মায়ের লাশ ফেরত নিয়ে ইসরায়েল নতুন করে উত্তেজিত হয়ে ওঠে। ওই মায়ের নাম শিরি বিবাস। তাঁর লাশ ভেবে হামাস অন্য একটি লাশ হস্তান্তর করে। এতে ক্ষুব্ধ হন নেতানিয়াহু। তবে হামাস দুঃখ প্রকাশ করে জানায়, ভুলবশত অন্য লাশ পাঠানো হয়েছে।
আগামী ১ মার্চ যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের সময়সীমা শেষ হবে। গত ১৯ জানুয়ারি প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। রয়টার্স জানায়, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা কারামুক্ত স্বজনের অপেক্ষায় ছিলেন। কিন্তু ইসরায়েলের আচরণে তারা চরম ক্ষুব্ধ ও হতাশ। বন্দিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্বজনের মুক্তির আনন্দ শোকে পরিণত হয়েছে। ফিলিস্তিনি বন্দির স্বজন আবু আলিয়া বলেন, স্বজন মুক্তি পাবে, এজন্য শিশুদের নিয়ে এসেছি। সারাদিন তারা ঠান্ডা ও বৃষ্টির মধ্যে অপেক্ষা করেছে। এই অবমাননা অত্যন্ত ভারী। এক ঘণ্টা অপেক্ষা এক দিনের সমান। ইসরায়েলের এই আচরণ হৃদয়কে আঘাত করে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানে জিম্মি ইসরায়েলিদের ৬২ জন এখনও মুক্তি পায়নি। তাদের অর্ধেক মৃত বলে ধারণা করা হচ্ছে।
আলজাজিরা জানায়, পশ্চিম তীরের জেনিন, তুলকারেম ও নুর শামস শরণার্থী শিবির থেকে ৪০ হাজার ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হয়েছে। শিবিরগুলোতে জাতিসংঘের কার্যক্রমও বন্ধ করে দিয়ে সেখানে সামরিক ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, স্থানচ্যুত বাসিন্দারা শিবিরে ফিরতে পারবে না। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৮ হাজার ৩১৯ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১১ হাজার ৭৪৯ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজারো ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহর জানাজায় গতকাল হাজার হাজার মানুষ অংশ নেয়। গত সেপ্টেম্বরে রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। হিজবুল্লাহর বর্তমান নেতা নাইম কাসেম এক ঘোষণায় বলেন, হিজবুল্লাহ সর্বদা নাসরাল্লাহর পথ অনুসরণ করবে। এর আগে মারাইস এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com