দোহারে বৈষম্যবিরোধীদের কমিটি বিলুপ্তি দাবি
ঢাকার দোহার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্চিত ঘোষণা করে বিলুপ্তির দাবি সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার দুপুরে দোহার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র আন্দোলনকারীর একাংশের নেতারা।
লিখিত বক্তব্যে ছাত্র আন্দোলনকারীরা অভিযোগ করেন, দোহারে গত বছরের ১৮-১৯ জুলাই ও ৪ আগস্টে যারা আন্দোলন সংগ্রাম করে পুলিশের হয়রানির শিকার হয়েছেন এবং আওয়ামী লীগের তান্ডব বাহিনীর হামলার শিকার হয়েছেন, তাদেরকে বাদ দিয়েই দোহার উপজেলায় গত ১৯ ফেব্রুয়ারি ২২৫ জনের নাম উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয়। এই পকেট কমিটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
এ সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সদস্যরা আরও দাবি করেন, আন্দোলনের সময় দোহারে কোনো ছাত্র সমন্বয়ক ছিলো না। অথচ কতিপয় ব্যক্তিরা স্বার্থ হাসিলের জন্য নিজেকে সমন্বয়ক দাবি করে একটি পকেট কমিটি ঘোষণা দেন। সেই কমিটিতে দোহারে আন্দোলন সংগ্রামে জড়িতদের নাম নেই! এই সমালোচিত উপজেলা কমিটির বিলুপ্তির দাবি জানান ছাত্ররা। তারা আরও হুঁশিয়ারি করে জানান, দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির পদক্ষেপ নেওয়া হবে।
উপস্থিত ছিলেন দোহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আবুল কালাম, নুরুল ইসলাম রিজভী, পায়েল নুর, অমি, সিনহা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com