ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
Banglar Alo

এস আলম পরিবারের ৮১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

Publish : 12:38 AM, 24 February 2025.
এস আলম পরিবারের ৮১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

এস আলম পরিবারের ৮১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক :

এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা মো. সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮ হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন। এই আদেশটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হকের দায়ের করা আবেদন অনুসারে, শেয়ারগুলো অবরুদ্ধ করার উদ্দেশ্য হচ্ছে এস আলম গ্রুপ ও তার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে চলমান মানিলন্ডারিং অনুসন্ধান। অভিযোগে বলা হয় যে, সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে অবৈধভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন এবং নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

দুদক অনুসন্ধানে এটি পাওয়া যায় যে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা তাদের অবৈধ সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করার চেষ্টা করছেন। এজন্য আদালত তাদের শেয়ার অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেন যাতে তদন্তের সময় এবং পরবর্তী পদক্ষেপে সম্পদগুলি উদ্ধার করা সহজ হয়।

এই আদেশের আগেও, গত ৭ অক্টোবর, এস আলম এবং তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। গত ১৬ জানুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি, আদালত এস আলমের পরিবারের ৩,৫৬৩ কোটি টাকার শেয়ার এবং ৩৬৮ কোটি টাকার ১৭৫ বিঘা সম্পদ অবরুদ্ধ করার আদেশ দেন। ১২ ফেব্রুয়ারি, ৪৩৭ কোটি টাকার শেয়ারও অবরুদ্ধ করা হয়েছিল।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, ১০ এপ্রিল থেকেই এসএসসি পরীক্ষা শিরোনাম ইচ্ছে পূরণে ট্রাম্পের সবচেয়ে বড় জুয়া শিরোনাম আইপিএলে নতুন উচ্চতায় ভুবনেশ্বর, ছুঁয়ে ফেললেন রেকর্ড শিরোনাম ট্রাম্পের শুল্কারোপ ১০০ বছরে বিশ্ববাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন শিরোনাম কতটা ‘বরবাদ’ করতে পারলেন শাকিব খান? শিরোনাম বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূলরেখা ভারতের, দাবি এস জয়শঙ্করের