ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Banglar Alo

এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে গুঁড়িয়ে শেষ ষোলোয় রিয়াল

Publish : 10:29 PM, 20 February 2025.
এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে গুঁড়িয়ে শেষ ষোলোয় রিয়াল

এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে গুঁড়িয়ে শেষ ষোলোয় রিয়াল

স্পোর্টস ডেস্ক :

কিলিয়ান এমবাপ্পের অসাধারণ হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আর দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জায়গা করে নিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বুধবার প্লে-অফের দ্বিতীয় লেগে বার্নাব্যুতে আর্লিং হলান্ড, কেভিন ডে ব্রুইনেদের বেঞ্চে বসিয়ে মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে নামে পেপ গার্দিওলার দল। তবে ফরাসি ফরোয়ার্ড প্রায় একাই তাদের হারিয়ে দিলেন। ম্যাচের অন্তিম সময়ে ম্যানচেস্টার সিটির হয়ে একটি গোল করেছেন নিকো গনসালেস।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটে গোলের জন্য প্রথম শট নিয়েই জালের দেখা পায় রিয়াল। নিজেদের অর্ধ থেকে হাওয়ায় ভাসিয়ে দারুণ এক থ্রু পাস বাড়ান রাউল আসেন্সিও, বলের পিছু ছুটে ডি-বক্সের বাইরে হেডে ক্লিয়ার করার চেষ্টায় ব্যর্থ হন রুবেন দিয়াস। এরপর বুদ্ধিদীপ্ত শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন এমবাপ্পে।

৩৩তম মিনিটে রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে দারুণ ডজে ইয়োশকো ভার্দিওলকে এড়িয়ে গতিময় নিচু শটে জালে খুঁজে নেন এমবাপ্পে। ২-০ গোলে এগিয়ে গিয়ে রেয়াল মাদ্রিদ বিরতির আগের সময়টুকুতেও ধরে রাখে চাপ। বিরতির পর হ্যাটট্রিকের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এমবাপ্পেকে। ৬১তম মিনিটে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একটু জায়গা করে নিয়ে আড়াআড়ি শটি জাল খুঁজে নেন তিনি। ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি সিটি গোলরক্ষক।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি ফরাসি ফরোয়ার্ডের ২৮তম গোল। ২০১৬-১৭ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে এটি তার ২৪তম গোল, যা এই সময়ে অন্য যে কারোর চেয়ে বেশি। চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হ্যাট্রটিক করলেন এমবাপে, চলতি আসরে করলেন সাত গোল।

খেলার যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান কমান গনসালেস। ওমার মার্মাউশের ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরলে ফাঁকা জালে বল পাঠান তরুণ স্প্যানিশ মিডফিল্ডার। সিটির হয়ে এটাই তার প্রথম গোল, ইউরোপ সেরার মঞ্চেও প্রথম।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস শিরোনাম ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষ শিরোনাম শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল শিরোনাম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শিরোনাম নদী খননের দাবিতে সড়ক অবরোধ শিরোনাম কৃষিজমিতে বিসিকের শিল্পবর্জ্য