ঢাকা, ০৮ এপ্রিল, ২০২৫
Banglar Alo

নসরুল হামিদ ও পরিবারের ২০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Publish : 10:28 PM, 20 February 2025.
নসরুল হামিদ ও পরিবারের ২০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নসরুল হামিদ ও পরিবারের ২০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব সংবাদদাতা :

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তাঁর স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২০টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিপু ও তাঁর পরিবারের এসব ব্যাংক হিসাবে ২ কোটি ১০ লাখ ৯৭ হাজার ১১৬ টাকা রয়েছে। 

এ ছাড়া পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হকের নামে থাকা ৬৫ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির মূল্য ২ কোটি ১৯ লাখ ৩২ হাজার টাকা দেখানো হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে তাঁর স্ত্রী ফারজানা মোজাম্মেলের নামে থাকা ২ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ১২টি দলিলের জমি ও সন্তান গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা ৭৯ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১০টি দলিলের জমি। একই সঙ্গে তাদের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে ১৪ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার টাকা রয়েছে। গতকাল ঢাকার একই আদালত এ আদেশ দেন।

একই দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এমপি এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম, তাঁর স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজা ইসমত ইমামের ৬৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন গতকাল এ নির্দেশ দেন। এসব হিসাবে ২০ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা রয়েছে। এ ছাড়া তাদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত গত সরকারের সময় বহুল আলোচিত সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদেরও এদিন ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন। একই সঙ্গে হারুনের নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাব অবরুদ্ধ করারও নির্দেশ দেওয়া হয়। এসব হিসাবে হারুনের জমা রয়েছে ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা।

এদিকে ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মতিঝিল থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী ফারুক খান, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম। উত্তরায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত।

গ্রেপ্তারের পর সাবেক এমপি মিয়াজী রিমান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহ উদ্দিন মিয়াজীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় গতকাল তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে হাজির করে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার রাতে সালাহ উদ্দিন মিয়াজীকে যশোর জেলা সদরের রুদ্রপুর গ্রামের শ্যামলছায়া পার্কে অবরুদ্ধ করে রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও এলাকাবাসী। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || news@banglaralo24.com || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || ads@banglaralo24.com

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গাজায় নৃশংস হামলার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ-সমাবেশ শিরোনাম বীভৎস গাজায় রুয়াইদার জীবনের গল্প শিরোনাম ইসরাইল বিরোধী কর্মসূচিতে বাধা, ড্যাফোডিলের সেই শিক্ষিকা বরখাস্ত শিরোনাম তুরস্কসহ ৬ দেশকে কড়া ভাষায় সতর্ক করলো ইরান শিরোনাম গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ শিরোনাম নতুন শুল্কনীতি স্থগিত চেয়ে ডেনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি