কষ্টার্জিত জয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা
লা লিগার শীর্ষস্থানের লড়াইয়ে গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। সোমবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে রায়ো ভ্যালেকানোকে ১-০ গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধে পেনাল্টি থেকে রবার্ট লেভান্ডোভস্কির একমাত্র গোলেই জয় নিশ্চিত করে কাতালান ক্লাবটি। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। ২৩তম মিনিটে রাফিনিয়ার শট প্রতিহত করেন ভ্যালেকানো গোলরক্ষক। তবে ২৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভান্ডোভস্কি। চলতি লিগ মৌসুমে এটি তার ২০তম গোল।
দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করলেও গোল বাড়াতে পারেনি বার্সেলোনা। লেভান্ডোভস্কি ও রাফিনিয়া বেশ কয়েকটি প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন। শেষ পর্যন্ত লেভার করা একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
এই জয়ে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com