প্রস্তুতি ম্যাচে টাইগারদের বেহাল দশা
চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ। লম্বা একটা সময় এই সংস্করণে ম্যাচ না খেলার ঘাটতি কাটানোর সুযোগ।
দুবাইয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচে পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। নাজমুল হোসেনের দল ৩৮.২ ওভারে অলআউট হয়েছে ২০২ রানে।
এই প্রস্তুতি ম্যাচে চাইলে স্কোয়াডের সবাই ব্যাট ও বল করতে পারবেন, এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে ৬ রান করে বোল্ড হয়ে হয়ে যান ওপেনার তানজিদ হাসান। আরেক ওপেনার সৌম্য সরকার ৩৮ বলে ৩৫ রান করে হন রানআউট।
বাংলাদেশের পরের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। ফিফটি করতে পারেননি কেউ। চার নম্বরে নেমে ৫৩ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন মেহেদী হাসান মিরাজ। তিনে নামা অধিনায়ক নাজমুল ২১ বলে ১২ রান করেন।
অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৭ বলে ৭, জাকের আলী ৫ বলে ৪ ও রিশাদ হোসেন ১৫ বলে ১৪ রান করেন। পেসার তানজিম হাসান তুলনামূলক ভালো করেছেন বাকিদের চেয়ে।
২৭ বলে ৪ চার ও ১ ছক্কার ইনিংসে ৩০ রান করেন তিনি। ১৬ বলে ১৫ রান আসে নাসুম আহমেদের ব্যাটে। স্কোয়াডে ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিংয়ে নামেননি মাহমুদউল্লাহ ও পারভেজ হোসেন।
এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তান শাহিনস ১০ ওভারে ২ উইকেটে করেছে ৪২ রান। একটি করে নিয়েছেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।
১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে। বাংলাদেশ দুবাইয়ে পরদিন মাঠে নামবে ভারতের বিপক্ষে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com