সান্তোসের প্রত্যাবর্তনেই ম্যাচসেরা নেইমার
নেইমারের শৈশবের ক্লাব সান্তোস। দীর্ঘ ১২ বছর পর আবারও শৈশবের ক্লাবেই ফিরেছেন এই ব্রাজিলিয়ান মহাতারকা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় বোতাফোগোর বিপক্ষে দ্বিতীয় অভিষেক হয়েছে নেইমারের। এর প্রত্যাবর্তনের ম্যাচেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গ্যাব্রিয়েল বোনতেম্পোর বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ম্যাচে বেশ ভালো খেলেছেন তিনি। দারুণ এক গোলের সুযোগও তৈরি করেছিলেন। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি।
নেইমার মাঠে নামার সময় ১-০ গোলে এগিয়ে ছিল সান্তোস। এরপর একটি গোল করে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে বোতাফোগো। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে আবারও মাঠে নামার প্রতিক্রিয়ায় নেইমার বলেন, ‘সান্তোসকে ভালোবাসি। এই রাতে (গতকাল) কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না।’
চোট কাঁটিয়ে এখনও শারীরিক ফিটনেস পুরোপুরি ফিরে পাননি নেইমার। তিনি বলেন, ‘আমাকে আরও ম্যাচ খেলতে হবে। এখনো শতভাগ ফিরে পাইনি। অনেক দৌড়ানো এবং খুব বেশি ড্রিবলও করতে চাইনি আজ রাতে (কাল)। আশা করি, চার–পাঁচ ম্যাচের মধ্যেই আরও ভালো অনুভব করবো।’
সান্তোস থেকে ২০১৩ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন নেইমার। দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড গড়ে ২০১৭ সালে যোগ দেন পিএসজিতে। সেখান থেকে সৌদি প্রো লিগের দল আল-হিলাল ঘুরে আবারও শৈশবের ক্লাবে ফিরেছেন সান্তোসে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com