ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

মালয়েশিয়া যেতে না পারায় কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ

Publish : 04:56 AM, 22 January 2025.
মালয়েশিয়া যেতে না পারায় কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ

মালয়েশিয়া যেতে না পারায় কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

রিক্রুটিং এজেন্সিকে টাকা পরিশোধ করার পরও মালয়েশিয়া যেতে না পারায় ঢাকার কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন কয়েকশ মানুষ। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ের বিপরীত পাশে পান্থপথে ঢোকার রাস্তাটি অবরোধ করেন তারা।

মালয়েশিয়া যাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের একজন মো. কাওসার বলেন, প্রায় সাত মাস আগে রিক্রুটিং এজেন্সিকে ছয় লাখ টাকা দেওয়ার পরও তারা মালয়েশিয়া যেতে পারেননি। এর জন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।

সাব্বির নামের একজন বলেন, মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করেছিলাম। তারা আমাদেরকে জানুয়ারি মাসের মধ্যে পাঠানোর কথা বললেও আমরা যেতে পারিনি। ঋণ করে মালয়েশিয়া যাওয়ার টাকা যোগাড় করেছি। ঋণের সুদ দিন দিন বাড়ছে। সংসার খরচ চালাতে পারছি না। এখন ফেব্রুয়ারির মধ্যেই আমরা মালয়েশিয়া যেতে চাই।

রাস্তা অবরোধ করায় রাজধানীর ব্যস্ততম এই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। সকাল সোয়া ১১টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন। দুপুর পৌনে ১২টার দিকে তারা কারওয়ানবাজার থেকে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয় শিরোনাম জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন শিরোনাম মালয়েশিয়া যেতে না পারায় কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শিরোনাম দাপুটে জয়ে সমতায় ফিরল বাংলাদেশ শিরোনাম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি নিয়ে যা জানালেন চিকিৎসক শিরোনাম বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, সতর্কতা জারি