ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

১৮ মাস ধরে ঘোরে না অ্যাম্বুলেন্সের চাকা

Publish : 10:12 PM, 19 January 2025.
১৮ মাস ধরে ঘোরে না অ্যাম্বুলেন্সের চাকা

১৮ মাস ধরে ঘোরে না অ্যাম্বুলেন্সের চাকা

নিজস্ব প্রতিবেদক :

২০২৩ সালের ২২ জুলাই অ্যাম্বুলেন্সচালক মো. আব্দুস সালেক মিয়াকে বদলি করা হয়। এর পর আর নতুন চালক নিয়োগ দেওয়া হয়নি। ফলে কম খরচে অ্যাম্বুলেন্সের সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো রোগী। অধিক ভাড়া দিয়ে বেসরকারি মালিকানার অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসে করে গুরুতর রোগীদের অন্য হাসপাতালে যেতে হচ্ছে। এমন চিত্র গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

জানা গেছে, প্রায় ১৮ মাস ধরে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। এতে প্রতি মাসে গড়ে শতাধিক রোগী সেবাবঞ্চিত হচ্ছেন। সরকারও রাজস্ব হারাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সচল ও একটি অচল অ্যাম্বুলেন্স রয়েছে। সরকারি অ্যাম্বুলেন্সে সুন্দরগঞ্জ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভাড়া দিতে হতো ১ হাজার ১২০ টাকা। অথচ এখন বেসরকারি অ্যাম্বুলেন্সে দিতে হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকা।

অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জোবাইদুর রহমান বলছিলেন, দেড় বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স দুটি পড়ে থাকলেও দেখার কেউ নেই। প্রতিদিন তিন থেকে পাঁচজন রোগী রংপুরে স্থানান্তর করা হয়। সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় অধিক ভাড়া দিয়ে বেসরকারিভাবে রোগী রংপুরে নিয়ে যান স্বজন। স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা যদি এমন হয়, তাহলে মানুষ কোথায় যাবে? 

স্থানীয় বাসিন্দা, রোগী ও স্বজনরা বলছেন, যোগদানের ছয় মাস না যেতেই বদলি হচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। চারজন মেডিকেল অফিসার দিয়ে চলছে চিকিৎসাসেবা। রোগীর স্বজন মো. সেলিম মিয়ার ভাষ্য, এখানকার শৌচাগার ব্যবহার করা যায় না। সুপেয় পানির অভাব, নলকূপ নষ্ট। খাবারের মান ভালো না। ওষুধ বাইরে থেকে কিনতে হয়। দু’দিন চিকিৎসাধীন থাকার পর সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় অধিক ভাড়া দিয়ে ব্যক্তিমালিকানার অ্যাম্বুলেন্সে করে তাঁর ভাইকে রংপুরে পাঠিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক বলেন, তিনি গত সপ্তাহে এ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। অ্যাম্বুলেন্সের চালকসহ মেডিকেল অফিসারের কয়েকটি পদ শূন্য থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তবে তাঁর চালক মাঝেমধ্যে অ্যাম্বুলেন্সটি চালাচ্ছেন।

সারাদেশেই অ্যাম্বুলেন্সচালক সংকট রয়েছে বলে জানিয়েছেন গাইবান্ধার সিভিল সার্জন কানিজ সাবিহা। এ বিষয়ে তিনি বলেন, এখানে সিভিল সার্জনের কিছু করার নেই। তার পরও বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কলম্বিয়ায় সশস্ত্র বিদ্রোহীদের হামলা, নিহত ৮০ শিরোনাম জোড়া গোল করে রিয়ালকে শীর্ষে তুললেন এমবাপ্পে শিরোনাম সালমান-আনিসুল-পলক-দীপু মনিসহ ৮ জনকে নতুন মামলায় গ্রেপ্তার শিরোনাম জাবিতে পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগ কর্মী শিরোনাম তিন জিম্মির বিনিময়ে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল শিরোনাম শপথ অনুষ্ঠান আজ, ওয়াশিংটন পৌঁছেছেন ট্রাম্প