নাটোরের ছাত্রলীগ নেতা মাসুম ঈশ্বরদী থেকে গ্রেপ্তার
নিষিদ্ধষোষিত সংগঠন ছাত্রলীগের নাটোরের জেলার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রিয়াজুল ইসলাম মাসুম নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহচর বলে পরিচিত।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই বিক্ষুব্ধ জনতা রিয়াজুল ইসলাম মাসুমের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তবে ছাত্রলীগের এই সাবেক নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব ছিলেন।
নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর পাবনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় রিয়াজুল ইসলাম মাসুমকে ঘোরাঘুরি করতে দেখে নাটোরের কয়েকজন লোক। এরপর তারা খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুমকে গ্রেপ্তার করে নাটোরে আনে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত মাসুমের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, নির্যাতন ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com