ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করলে ব্যবস্থা

Publish : 09:08 AM, 15 January 2025.
সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করলে ব্যবস্থা

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক :

সরকারি চাকরিজীবীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত আদেশটি মঙ্গলবার (১৪ জানুয়ারি) জারি করা হলেও বুধবার (১৫ জানুয়ারি) প্রকাশ্যে আসে। 

‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বৃদ্ধি ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ’ শিরোনামে নির্দেশনায় বলা হয়েছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যক্তিগত একাউন্টে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’ অনুযায়ী পরিহার যোগ্য বিভিন্ন বিষয়ে পোস্ট শেয়ার করছেন। এবং ব্যক্তিগত/প্রাতিষ্ঠানিক/সরকারকে আক্রমণ করে স্ট্যাটাস দিচ্ছেন। যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অগ্রহণযোগ্য।

প্রজাতন্ত্রের দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে তাদের এ ধরণের কর্মকাণ্ড আচরণ বিধি লঙ্ঘনের শামিল, জাতীয় নিরাপত্তার জন্য হানিকর এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভূক্ত অপরাধ। 

এমতাবস্থায়, আপনার অধীন কর্মকর্তা-কর্মচারীদের সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ এর সুষ্ঠু ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার জন্য র্নির্দেশনা প্রদানপূর্বক এ ধরণের ব্যত্যয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯, এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮’ অনুসারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করলে ব্যবস্থা শিরোনাম রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ শিরোনাম প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলেন ৪ সংস্কার কমিশন প্রধান শিরোনাম পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে: আইজিপি শিরোনাম নারী উদ্যোক্তা তনির স্বামী আর নেই